• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ১১:৪০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২১, ১১:৪০ পিএম

বায়ার্ন কোচের বয়স অধিনায়কের চেয়ে কম! 

বায়ার্ন কোচের বয়স অধিনায়কের চেয়ে কম! 

বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখকে কোচ হ্যান্স ফ্লিক নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। তিনি মৌসুম শেষ হওয়ার আগেই দায়িত্ব্ব ছাড়তে চেয়েছেন। তাই ক্লাব কর্তৃপক্ষ বায়ার্নের পরের মৌসুমের কোচ হিসেবে বেছে নিয়েছেন জুনিয়ান নাগেলসম্যানকে। লিপজিগের বররত্মান কোচ নাগেলসম্যান বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের চেয়ে তিন বছরের ছোট! 

গতকাল সোমবার বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা নাগেলসম্যানকে আনার ঘোষণা দেয়। খেলোয়াড় জীবনে নাগেলসম্যান বেশ কয়েকবার ইনজুরির শিকার  হয়েছিলেন। ফলে তার পেশাদার জীবনে খেলোয়াড় হিসেবে খুব একটা পরিচিতি পাননি তিনি। 

তবে অসবার্গ এবং এইটিন সিক্সটি মিউনিখের সহকারি হিসেবে দায়িত্ব পালনের পর হাফেনহাইমের দায়িত্ব পান নাগেলসম্যান। সর্বকনিষ্ঠ এই বুন্দেসলিগা কোচ ৩৩ বছর বয়সে দায়িত্ব নেন লিপজিগের। ২০১৯ সালের পর দলটি প্রথম মৌসুমে তৃতীয় হয়েছিলো। এখন মৌসুমের শীর্ষ দল বায়ার্নের থেকে সাত পয়েন্ট পিছিয়ে দুইয়ে তারা। তবে বর্তমানে বায়ার্নের অধিনায়ক নয়্যারের চেয়েও তিন বছরের ছোট এই কোচ নিজেকে প্রমাণ করেছেন। 

বায়ার্নের বর্তমান কোচ হ্যান্স  ফ্লিক জার্মান জাতীয় দলের দায়িত্বে আসবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বর্তমান কোচ জোয়াকিম লোয়ের মেয়াদ আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। এরপর হয়তো জাতীয় দলের ভাবনায় এগিয়ে আছেন ফ্লিক।