• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩, ২০২১, ০৬:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০৭:১৩ পিএম

বিসিবির সাবেক সভাপতি কে জেড ইসলামের ইন্তেকাল 

বিসিবির সাবেক সভাপতি কে জেড ইসলামের ইন্তেকাল 

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত নাম কামাল জিয়াউল ইসলাম বা সংক্ষেপে কে জেড ইসলাম। ১৯৮৩ রালের ৩০ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা এই সভাপতি আজ সোমবার বিকেল তিনটা ৫৫ মিনিটে নিজ বাসভবনে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

কে জেড ইসলামের সবচেয়ে বড় ভূমিকা ছিলো স্কুল ক্রিকেট জনপ্রিয় করা। এই উদ্যোগের সুফল পেতে কিছুটা সময় লাগলেও কিছু মেধাবী খেলোয়াড় উঠে এসেছে লিগ এবং জাতীয় পর্যায়ে। এর উদাহরণ হিসেবে বলা যায় আমিনুল ইসলাম, খালেদ মাহমুদসহ দেশের একসময়ের শীর্ষ অনেক তারকার উঠে আসার কারিগর তিনিই। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কে জেড ইসলাম ক্রীড়া সংগঠক হিসেবে বেশ সফল। ১৯৭৮ সালে আজাদ বয়েজ ক্লাবের দায়িত্বের পর ১৯৮১-৮২  মৌসুমে বিসিবির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। এসময় প্রিমিয়ার লিগও শুরু হয় তার হাত ধরেই। 

কে জেড ইসলামের সভাপতিত্বকালীন সময়েই প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়া কাপ খেলার সুযোগ পান। পরে ক্রীড়াক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।