• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৪:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ০৪:৫৯ পিএম

সালামি না পেয়ে তাসকিনের আফসোস

সালামি না পেয়ে তাসকিনের আফসোস
বাবার সঙ্গে তাসকিন

ঈদে সালামি পাওয়া এক অন্য ভালোলাগা তৈরি করে। সালামি দেয়া-নেয়া দুটোতেই রয়েছে অপার আনন্দ। এক সময় সালামি আদায় করা শিশু-কিশোর যখন বড় হয়ে ওঠেন, দায়িত্ব নিতে শেখেন তখন সালামি দেয়াতেই আনন্দ খুঁজতে হয়। কিন্তু কিছু আফসোস তো থাকেই। বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদের সেই আফসোস রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের এক গণমাধ্যমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব জানিয়েছেন তাসকিন।

করোনাভাইরাস মহামারী ও ঈদের পরই শ্রীলংকা সিরিজকে সামনে রেখে একটু বাড়তি সতর্কতার সঙ্গে ঈদ পালন করছেন ক্রিকেটাররা। তাসকিনও তার ব্যতিক্রম না। তবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন, এতেই খুশি তিনি।

আগের ঈদগুলোতে শুধু তাসকিন ও তার বাবা থাকলেও গত দুই বছর ধরে এই ক্রিকেটার নিজেই বাবা। ফলে এই সময়ের ঈদ আরো বেশি উপভোগ করেন টাইগার পেসার। তবে তার আফসোস, এখন আর সালামি পান না তিনি। এ বিষয়ে তাসকিন বলেন, ‘বাবা-মায়ের কাছে তেমন আবদার করা হয় না। বাবা মা-ই শপিং করার জন্য জোর করেন। এবারও জোর করে দিয়েছেন। কিন্তু এখন আর কেউ সালামি দেয় না। ওটা আমাকেই দিতে হয়।’

তিনি আরো বলেন, ‘ঈদ সময়ই অনেক বিশেষ। পরিবারের সঙ্গে ঈদ করছি। আগে শুধু আমি আর বাবা থাকতাম। এখন তো আমি নিজেও বাবা। আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে।’