• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৪:২১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০৪:৩৩ পিএম

অভিজ্ঞ লঙ্কানদের জন্য পথ এখনো খোলা

অভিজ্ঞ লঙ্কানদের জন্য পথ এখনো খোলা

বাংলাদেশ সফরে তিনটি দিবারাত্রির ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তরুণ নেতৃত্ব নিয়ে বেশ আশাবাদী শ্রীলঙ্কান ক্রিকেট আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য দল গোছানোর কাজ এই সিরিজ দিয়েই শুরু করেছে। তবে সিনিয়র খেলোয়াড়দের বাতিলের খাতায় রাখছে না বোর্ড। 

দলের প্রধান কোচ মিকি আর্থার শ্রীলঙ্কার এক গণমাধ্যমকে জানিয়েছেন, “দলটিকে একদম তরুণ বলা চলে না। অভিজ্ঞ অনেকেই আছে। অভিজ্ঞদের সরানো হয়েছে, তবে তা সাময়িক। অ্যাঞ্জেলো ম্যাথুস, দিমুঠ করুণারত্নে, দিনেশ চান্দিমালরা এখনো খেলার বয়সে আছেন। আমরা তরুণদের পরখ করতে চাই। বিশ্বকাপের আগের সময়ে তারা নিজেদের প্রতিভার প্রমাণ রাখতে পারবে বলে মনে করি।” 

আগামীকাল শেষ দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে শ্রীলঙ্কা দল। তরুণ অধিনায়ক কুশল পেরেরার নেতৃত্বে একটি প্রস্তুতি ম্যাচের পর ওয়ানডে সিরিজে নামবে লঙ্কানরা। তবে এখনো সিনিয়রদের বিশ্বকাপের তালিকা থেকে বাদ না দেওয়ায় বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চাইবেন সবাই।