• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৬:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২১, ০৬:৩৮ পিএম

আগামীকাল ফরাসি ওপেনে মুখোমুখি নাদাল-জোকোভিচ

আগামীকাল ফরাসি ওপেনে মুখোমুখি নাদাল-জোকোভিচ

ফরাসি ওপেনের সেমিফাইনালে রোনাল্ড গ্যারোসে অবশেষে মুখোমুখি হচ্ছেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। কোয়ার্টারে আর্জেন্টিনার তারকা ডিয়েগো শোয়ার্জম্যানের বিপক্ষে নাদাল কিছুটা ভুগে শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করেছেন। এদিকে ইতালির মাতেও বেরেতিনিকে বেশ সাবলীলভাবেই হারিয়েছেন সার্বিয়ার তারকা জোকোভিচ। 

প্রথম সেট ৬-৩ পয়েন্ট ব্যবধানে জয়ের পর নাদালকে ৪-৬ ব্যবধানে হারিয়ে সমতায় ফেরেন শোয়ার্জম্যান। তৃতীয় সেটে যখন ৪-৪ পয়েন্টে অবস্থান করছেন, তখন নিজের সেরা খেলা দিয়ে নাদাল ৬-৪ ব্যবধানে সেট জিতেন। এরপর ৬-০ ব্যবধানে সেট জিতে ফরাসি ওপেনে ব্যক্তিগত ১৪তম সেমিফাইনাল নিশ্চিত করলেন এই স্প্যানিশ তারকা। 

অন্যদিকে প্যারিসে কারফিউ জারি থাকায় রাত ১১টার মধ্যেই ঘরে ফেরার তাড়া ছিলো জোকোভিচ- বেরেতিনির ম্যাচের দর্শকদের। সেই ম্যাচের প্রথম দুই সেটেই জয় পেয়ে দর্শকদের জানিয়ে রাখলেন, খালি হাতে ফিরতে আসেননি জোকোভিচ। কিন্তু তৃতীয় সেটেই ঘুরে দাঁড়িয়েছিলেন বেরেতিনি, জিতেছিলেন সেট। তবে দর্শকরা দুয়োধ্বনি দিয়ে ফিরে গেছিলেন ঘরে। শেষ পর্যন্ত চতুর্থ সেট জিতেই মাঠ ছেড়েছেন এবারের অন্যতম ফেবারিট এই সার্বিয়ান। 

নিজের ১৪তম ফরাসি ওপেনের শিরোপার স্বপ্নের সামনে নাদালের বাধা নিজের ১৯তম গ্র্যান্ড স্ল্যামের দৌড়ে থাকা জোকোভিচ। আগেও ৫৮ বার মুখোমুখি হয়েছেন দুজন। এবার শিরোপা পেলেই রজার ফেদেরারকে ছাড়িয়ে যাবেন নাদাল, ঝুলিতে জমা হবে ২১টি শিরোপা। অন্যদিকে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ এবং গ্রিক তারকা স্টেফানোর সিটসিপাসের ভেতরে একজন ফাইনালে উঠবেন। আগামীকাল শুক্রবার তাই রোনাল্ড গ্যারোসের ফলাফলের অপেক্ষায় থাকবেন ভক্তরা।