• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০২১, ০৫:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০২১, ০৬:২৫ পিএম

সাকিবের দিকে তেড়ে গেলেন সুজন

আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ মানেই উত্তেজনা তুঙ্গে। খেলোয়াড়, কোচ, দর্শক সবখানেই উত্তেজনা থাকবে; এ জানা কথা। তাই বলে এমন বিতর্কিত উত্তেজনা?

প্রথম বিতর্কটার জন্ম দিলেন সাকিব। মুশফিককে আউট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে লাথি মেরে স্টাম্প ভাঙলেন। এই সময়ে আম্পায়ারকে শাসাতেও দেখা গেছে তাকে। পরে সতীর্থরা তাকে শান্ত করে। এরপরও খেলা চলছিল। কিন্তু শেষে ঘটল আরেক কাণ্ড।

সাকিবের দিকে তেড়ে গেলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন।

বৃষ্টির বেগ বাড়তে থাকায় মাঠ ছেড়ে সবাই তখন ফিরছেন ড্রেসিং রুমে। সাকিবও ফিরছিলেন। গ্যালারিতে থাকা কিছু দর্শক তাকে কিছু বলায় তাদের হাত দিয়ে মারার ভঙ্গি করেন সাকিব। তাই দেখে আবাহনী ড্রেসিং রুম থেকে তেড়ে যান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। ভেবেছিলেন তাকে হাত দেখিয়েছেন সাকিব। পরে তাকে মোহামেডান ক্রিকেটার শামসুর রহমান শুভ গিয়ে তাকে শান্ত করেন।

আজকের আচরণের জন্য শৃঙ্খলাভঙ্গের শাস্তির মুখে পড়তে হতে পারে সাকিবকে।

উল্লেখ্য, বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪৬ রান তাড়ায় ৩ উইকেটে ৩১ রান করেছে আবাহনী।