• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৫, ২০২১, ১২:০২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৫, ২০২১, ১২:০২ পিএম

পোল্যান্ডের হারের দিনে বিবর্ণ লেভান্ডোভস্কি 

পোল্যান্ডের হারের দিনে বিবর্ণ লেভান্ডোভস্কি 

বুন্দেসলিগার ২০১৯-২০ মৌসুমের ট্রেবল জয়ী ক্লাব বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি যেন গতকাল সেন্ট পিটার্সবার্গে হারিয়ে ফেললেন নিজেকে। সাথে স্লোভাকিয়ার বিপক্ষে ২-১ গোল ব্যবধানে হেরেছে তার দল পোল্যান্ডও। ফলে ইউরোপের সেরার লড়াইয়ে অনাকাঙ্ক্ষিত হারের তালিকায় যোগ হলো আরেকটি ম্যাচ। 

গতকাল সোমবার রাতে মুখোমুখি দুই দলের প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিলো পোল্যান্ড। তবে বেশ কিছু সুযোগ সৃষ্টি করতে পেরেছিলো স্লোভাকিয়াও। ১৮ মিনিটের মাথায় রবার্ট মাকের একটি শট গোলরক্ষক ওয়চেক সিজেসেনি ঠেলে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন। সেটি বারে লেগে তার মাথার পেছনে লেগেই জালে জড়ায়। ফলে আত্মঘাতী গোল হিসেবে যোগ হলেও সেটির কৃতিত্ব নিতেই পারেন মাক। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই পোল্যান্ডকে সমতায় ফেরান ক্যারোল লিনেত্তি। ডি বক্সে পাস পেয়েই গোলরক্ষকের বেশ দূর দিয়ে বল জালে পাঠিয়েছেন তিনি। তবে কিছুক্ষণ পর গ্রেগর ক্রিখোয়াখ দ্বিতীয়বার ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখেন। তিনি মাঠ ছাড়ার সাত মিনিটের মাথায় অর্থাৎ ৬৯ মিনিটে মিলান স্ক্রিনিয়ের নিচু শটে বল জালে জড়ান। ফলে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও হার নিয়ে ফিরতে হয়েছে লেভান্ডোভস্কিদের। 

আগামী শুক্রবার সুইডেনের বিপক্ষে মাঠে নামবে স্লোভাকিয়া। গতকাল স্পেনের বিপক্ষে ড্র করায় জয়ের দেখা চাইবে সুইডেনও। অন্য ম্যাচে পোল্যান্ড একই দিনে স্পেনের বিপক্ষে মাঠে নামবে।