• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০২১, ১২:২৬ পিএম

চ্যাম্পিয়ন্স লীগের চার ফাইনালের ভেন্যু চূড়ান্ত

চ্যাম্পিয়ন্স লীগের চার ফাইনালের ভেন্যু চূড়ান্ত

ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ২০২৫ সাল পর্যন্ত পরবর্তী চার মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। টুইটারে প্রকাশিত উয়েফার বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ক্রেস্টভস্কি স্টেডিয়ামটি ২০২২ সালে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

২০২৩ সালের ফাইনালের ভেন্যুতে পরিবর্তন এসেছে।  জার্মানির মিউনিখে এই আসরের ফাইনাল হওয়ার কথা থাকলেও এই ভেন্যুকে ২০২৫ সালের ফাইনালের আয়োজক বানিয়ে ২০২৩ সালের চ্যাম্পিয়নস লীগ ফাইনালের আয়োজক করা হয়েছে ইস্তাম্বুলকে।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ২০২১ সালের ফাইনাল হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেখানে যুক্তরাজ্য সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম থেকে শিরোপা নির্ধারণী ম্যাচ সরিয়ে নেয়া হয় পোর্তোর এস্তাদিও দু দ্রাগাওতে। তাই ইস্তাম্বুলকে ২০২৩ সালের ফাইনালের আয়োজক করা হয়েছে। ২০২৪ সালে আয়োজক লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম।