• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৩:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০২১, ০৩:৩৩ পিএম

পিএসজির রাজত্বের অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন লিল

পিএসজির রাজত্বের অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন লিল

ফ্রেঞ্চ সুপার কাপে পিএসজির আট বছরের রাজত্বের অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিল। ইসরাইলের তেল আবিবে গত রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জিতেছে গতবারের লীগ ওয়ান চ্যাম্পিয়নরা। 

পিএসজির খেলায় তারকা দুই ফরোয়ার্ড নেইমার-এমবাপ্পেকে ছাড়া মাঠে নামার প্রভাব স্পষ্ট হয়। বল দখলে আধিপত্য থাকলেও আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি প্যারিসের দলটি।  প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজির ১০ শটের তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে লিলের আট শটের চারটি ছিল লক্ষ্যে।

বিরতির ঠিক আগে ডেডলক ভাঙেন মিগুয়েল জেকা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া বুলেট গতির শটে দলকে লিড এনে দেন পর্তুগিজ মিডফিল্ডার। এরপর আর গোল পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত ১-০ তে শেষ হয় ম্যাচ। আট বছর পর সুপার কাপে নতুন চ্যাম্পিয়ন পায় ফ্রান্স। গত মৌসুমে এই লিলের কাছেই লীগ ওয়ানের মুকুট হারায় পচেত্তিনিয়োর দল। পিএসজির প্রতিশোধের ম্যাচে উল্টো হারাল ফ্রেঞ্চ কাপটাও।