• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০১:১৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ০৭:১৯ এএম

সাফ ফুটবল

মালদ্বীপে কাছে হারল বাংলাদেশ

মালদ্বীপে কাছে হারল বাংলাদেশ
সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। এর ফলে দ্বীপ রাষ্ট্রটিকে হারানোর ১৮ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো লাল-সবুজদের জন্য।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টায় মালে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় জামাল ভূঁইয়ারা।

 

প্রথমার্ধ বেশ দুর্দান্তভাবে রক্ষণ সামলে গোলশূন্য রাখে বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর গোলশূন্য রাখতে পারেনি। ম্যাচের ৫৪ ও ৭৫ মিনিটে দুই গোল হজম করে মাঠ ছাড়তে হয় তাদের।

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ।

কিন্তু এই হারে তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার। তবে এখনও ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে জামালদের। এজন্য ১৩ অক্টোবর (বুধবার) নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ দল নেপালকে পরাজিত করতে হবে। আজকের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট লাভ করলেও ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে থাকতো জামালরা।

জাগরণ/এসএসকে