• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০২১, ০৩:৩১ পিএম

মেসির ৮০তম গোলের দিনে দুরন্ত আর্জেন্টিনা

মেসির ৮০তম গোলের দিনে দুরন্ত আর্জেন্টিনা
আন্তর্জাতিক ফুটবলে ৮০তম গোল করার পর লিওনেল মেসির উদযাপন। সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে  আর্জেন্টিনা। লাতিন আমেরিকার ইতিহাসে ৮০ গোল করা একমাত্র ফুটবলার হয়ে যাওয়া লিওনেল মেসির কারণেই মূলত ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল।

সোমবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শুরুতে অবশ্য মাঠে ছিল উরুগুয়ের দাপট। ২৮ মিনিটের মধ্যেই লুইস সুয়ারেজের তিন তিনটি শটে গোল হতে পারতো এক বা একাধিক। তবে দুটি শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ, একটি শট আঘাত করে গোলপোস্টে।

তবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা খেলা একটু গুছিয়ে আনার পর মাঠে আস্তে আস্তে অপাংক্তেয় হয়ে উঠতে থাকে উরুগুয়ে। পায়ের বাইরের অংশ দিয়ে মেসির উঁচু করে বাড়ানো বলে পা ছোঁয়াতে পারেননি নিকোলাস গনসালেস। এগিয়ে এসে বলের নাগাল পাননি উরুগুয়ে গোলরক্ষকও। সবাইকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে! তার কিছুক্ষণ পরই ৪৪ মিনিটের মাথায় লাউতারো মার্তিনেজের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল।  ৬২ মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে লাউতারো মার্তিনেজ ব্যবধান করেন ৩-০।

১০ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা।