• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০২১, ১১:১২ পিএম

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ কাল, নেই সাকিব  

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ কাল, নেই সাকিব  
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ফটো

ওমানে সফল প্রস্তুতি পর্ব শেষে আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচের আগে সোমবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টা থেকে অনুশীলন শুরু করেছে টাইগাররা। রাজস্থান রয়েলস শিবির থেকে মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন।

গত রোববার ওমান সময় সন্ধ্যা ৬টায় আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ দল। আরব আমিরাতে পৌঁছানোর পর বাংলাদেশের বহরে থাকা সব সদস্যের করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় কারও ফল পজিটিভ আসেনি, অর্থাৎ সবাই পেয়েছেন করোনামুক্ত থাকার সনদ।

মুস্তাফিজুর রহমান জাতীয় দলের সাথে যোগ দিলেও এখনও যোগ দেননি কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসান। আইপিএল শেষ করে মুস্তাফিজ চলে যান আবুধাবিতে বাংলাদেশের টিম হোটেলে। সেক্ষেত্রে কলকাতার এলিমিনেটর ম্যাচে দেখা যেতে পারে সাকিবকে। প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স।