• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ১২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০২১, ১২:০৫ পিএম

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ
ফাইল ফটো

ফিফার সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। গত মাসে প্রকাশিত ফিফার আগের র‍্যাঙ্কিংয়ে তুলনায় দুই ধাপ উন্নতি হয়েছে জামাল ভূঁইয়াদের। বাংলাদেশ ছাড়া সদ্য সাফ জেতা ভারতও পেয়েছে সুখবর।

সাফে সম্ভাবনা জাগিয়ে এবারও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে মালদ্বীপের কাছে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় ও ভারত আর নেপালের বিপক্ষে ড্র করে জামাল ভূঁইয়ারা। এর ইতিবাচক প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এবার দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।  

গত মাসে প্রকাশিত ফিফার আগের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৯তম, এবার ১৮৭ নম্বর অবস্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে এখন ১০৬ নম্বরে অবস্থান সাফ চ্যাম্পিয়ন ভারতের।

শীর্ষ স্থানে বেলজিয়াম। দুইয়ে ব্রাজিল। এক ধাপ এগিয়ে তিনে ফ্রান্স। চারে ইতালি। দুই ধাপ পিছিয়ে পাঁচে ইংল্যান্ড। লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে ছয় নম্বরে। আর এক ধাপ অবনমনের পর পর্তুগালের অবস্থান ৮ নম্বরে। 

জাগরণ/এসএসকে