• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১২:২৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০২১, ১২:২৩ এএম

সুপার টুয়েলভে খেলতে দুবাইয়ে টাইগাররা

সুপার টুয়েলভে খেলতে দুবাইয়ে টাইগাররা
সংগৃহীত ছবি

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে ওমান থেকে বিকালে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল।

বোরবার (২৪ অক্টোবর) টাইগারদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

টানা খেলা আর ভ্রমনের ঝক্কি ঝামেলা থেকে মুক্তি পেতে বিরতির সময়টা উপভোগ করেছেন সাকিব, মাহমুদউল্লাহরা। একসাথে সমুদ্র সৈকতের পাশে বসে দেখেছেন সূর্যাস্ত।

দিন পেরোলেই, ম্যাচের আগে দিন শেষবারের মতো ঝালিয়ে নিতে হবে টাইগারদের।

বাছাই পর্বের রোমাঞ্চকর ধকল শেষ। মিশন এখন বড় মঞ্চে নিজেদের মেলে ধরা। ক্যাম্প আর প্রথম পর্বের ম্যাচ শেষে বিদায় বলার সময় ওমানকে। টাইগারদের স্বাগত জানাতে প্রস্তুত আরব আমিরাত।

এক ঘন্টার ফ্লাইট শেষে বিকেল চারটার পর আমিরাতে পৌঁছায় বাংলাদেশ দল। হাতে সময় নেই এতটুকুও, মাত্র একদিনের বিরতি। ভ্রমণক্লান্তি আর টানা ম্যাচের ধকল থেকে মুক্তি পেতে হাতে থাকা দিনটা কাজে লাগিয়েছেন ক্রিকেটাররা।

হাসি ঠাট্টা আর সূর্যাস্ত দেখে সময়টা উপভোগের করেছেন সাকিব-মাহমুদউল্লাহরা।

নতুন দিনের শুরু থেকে বাড়বে ব্যস্ততা। গ্রুপের প্রথম ম্যাচ নিয়ে শুরু হবে প্রস্তুতি। যেখানে থাকতে হবে সিরিয়াস। ম্যাচের আগে পাওয়া একটা সেশনই যে ভরসা । 

কদিন আগেই অস্ট্রেলিয়াকে স্পিনে কাবু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দুর্বলতা আছে স্পিনে অ্যাটকে। সেখানেই ভাল কিছুর সম্ভাবণা উঁকি দিচ্ছে। স্বস্তির খবর সাকিব মেহেদি ছন্দে ফিরেছেন। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে মুশফিক, সোহান, লিটন, তাসকিন, মুস্তাফিজের ছন্দপতন ভাবাচ্ছে।

জাগরণ/এমএ