• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০২১, ১২:৫৪ পিএম

ঢাকা টেস্টে ফিরতে পারেন সাকিব

ঢাকা টেস্টে ফিরতে পারেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ইনজুরিতে পড়ায় ছিটকে পড়ে এখনো মাঠের বাইরে আছেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও চট্টগ্রাম টেস্টেও তিনি খেলতে পারেননি। তবে ফিটনেসে উন্নতি হওয়ায় ঢাকা টেস্টে ফিরতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সোমবার (২৯ নভেম্বর) শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিতে এসেছিলেন সাকিব। জানা গেছে, তার ফিটনেসে উন্নতি হয়েছে। তবে টিম ম্যানেজম্যান্ট বা নির্বাচকরা আপাতত অপেক্ষা করছেন রিপোর্ট হাতে পাওয়ার জন্য। এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। 

বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাসীষ চৌধুরী ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিকে সাকিবের ফিটনেসে উন্নতির বিষয়টি জানিয়ে বলেন, 'সাকিব আজ ফিটনেস পরীক্ষা দিয়েছে। অনেকখানি উন্নতি হয়েছে। এখন আমরা রিপোর্টটা টিম ম্যানেজম্যান্টকে পাঠাবো, শেষ সিদ্ধান্তটা ওনারাই নেবেন।'

সাকিবের খেলার প্রসঙ্গে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'সাকিব যদি ফিট হয় তাহলে সে অবশ্যই খেলবে, ওর স্কিল নিয়ে তো কোনো সন্দেহ নেই। আপাতত আমরা রিপোর্টের অপেক্ষা করছি। এরপরই নিশ্চিত হতে পারব।'