• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১১:০০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২২, ১১:০০ এএম

‘বিতর্কিত’ গোলে বার্সার জয়

‘বিতর্কিত’ গোলে বার্সার জয়
সংগৃহীত ছবি

ম্যাচের ৮৭ মিনিটে জর্ডি আলবা ফেররান তরেসের উদ্দেশে বল বাড়িয়ে দিলে সরাসরি শট না নিয়ে ফ্রেঙ্কি ডি জং কে বাড়িয়ে দেন। বার্সা ম্যাচের একমাত্র গোল পায়। তবে গোল স্কোরার আগে থেকেই অফ-সাইড এরিয়ার ভিতরে থাকলেও ম্যাচ রেফারির চোখে পড়েনি। যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত আলাভেসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ঘরের মাঠ মেনডিজোরুজাতে জাভি হার্নান্দেজের দলের কঠিন পরীক্ষা নিয়েছে আলাভেস। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। এ জয়ে লা লিগায় ৩৫ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান পাঁচ নাম্বারে।

ম্যাচের ১২ মিনিটেই প্রথম সুযোগ এসেছিল বার্সার। তবে বরাবরের মতো এ ম্যাচেও ফিনিশিং ঘাটতি ভুগিয়েছে জাভিকে। এরপর দু দলই লড়াই করলেও ম্যাচের সহজ সুযোগ হাত ছাড়া করে আলাভেস তারকা পেরা পন্স। বার্সা গোল রক্ষককে একা পেয়েও গোল আদায় করতে না পারলে গোল শূন্য গোলে ড্র নিয়ে বিরতিতে যায় দু-দল।

বিরতি থেকে ফিরে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে আলাভেস ফরোয়ার্ডরা। ম্যাচের ৬২ মিনিটে বার্সার হয়ে সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি জেরার্ড পিকে। এর পর কাঙ্ক্ষিত গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত। বিতর্কিত গোল নিয়ে শেষ পর্যন্ত বিজয় উৎসব করেছে বার্সা।

তবে ম্যাচে পেদ্রির ক্ষিপ্রতা মন কেড়েছে জাভির।ম্যাচ শেষে তাই ১৯ বর্ষী পেদরির বন্দনা গেয়েছেন।

‘সে অসাধারণ এক তরুণ ফুটবলার। মাত্র ১৯ বছর বয়সেই সে দারুণ করছে। এক কথায় সে দারুণ। আগামীর মডেল ফুটবলার। সে তার যোগ্যতা দিয়ে আগামী দিনে সেরা দের একজন হবে বলেই আমি বিশ্বাস করি।’

আগামী ৬ ফেব্রুয়ারি পয়েন্ট টেবিলের চারে উঠার লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সা। অন্যদিকে বার্সাকে হারিয়ে অবস্থান ধরে রেখে পয়েন্ট ব্যবধান বাড়ানোটাই লক্ষ্য অ্যাথলেটিকো মাদ্রিদের।

জাগরণ/কেপি