• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৫:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২২, ০৫:৪১ পিএম

আজই দেশে ফিরছেন সাকিব

আজই দেশে ফিরছেন সাকিব

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন সাকিব আল হাসান। সেখানে প্রথম দুই ওয়ানডেতে খেললেও তৃতীয় ওয়ানডে খেলতে পারবেন কী না এ নিয়ে ছিল সংশয়। কেন না সাকিব আল হাসানের মা শিরিন আক্তার, একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ।

এছাড়া বড় মেয়ে আলাইনা হাসান অব্রিও ঠাণ্ডা জ্বরে ভুগছেন বলে জানা গেছে। এমন অবস্থায় মানসিক ভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক যে কারও। তাই সোমবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দেশের বিমান ধরবেন বলে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তবে সোমবার দুপুরে জালাল ইউনুস জানিয়েছিলেন, পরিস্থিতি বিবেচনায় তৃতীয় ওয়ানডের পর সিদ্ধান্ত নেবেন সাকিব।

‘সাকিবের সাথে গতকাল কথা হয়েছে আজও কথা হয়েছে। তার পরিবারের অনেকে অসুস্থ। তারা হাসপাতালে আছে। এটা বড় ক্রাইসিস। আবার এদিকে সিরিজও চলছে। তো এখনও সে বুঝে উঠতে পারছে না কি করবে। সে আপাতত সিদ্ধান্ত নিয়েছে সে তৃতীয় ওয়ানডে খেলবে। যদি কোন সিরিয়াস কিছু না হয় যে এখানে আসতেই হবে, এমন কিছু না হলেও সে তৃতীয় ওয়ানডে সে অবশ্যই খেলবে। তো এখনই আসবে কী না তা বলা যাচ্ছে না। আমাদের অপেক্ষা করতে হবে। বাজে কিছু না হলে আমরা তৃতীয় ওয়ানডেতে ওকে পাচ্ছি।’

তবে জালাল ইউনুস বলেন, বোর্ড সব সময় সাকিবের সঙ্গে আছে। 

‘পরিবার যে কারোর জন্যই প্রথম প্রায়োরিটি। তার পরিবারের একজন অসুস্থ না, বাচ্চারাও অসুস্থ। মানবিক দিকে থেকে বললে সাকিব যদি চায় সে পরিবারের সঙ্গে থাকবে তখন আমরা অবশ্যই চাইবো সে চলে আসুক। দেশে ফিরতে চায় সাকিব অবশ্যই ফিরবে।’

আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। এরপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

ইউএম