• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৫:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০২২, ০৫:২৭ পিএম

পদত্যাগ করলেন সারওয়ান

পদত্যাগ করলেন সারওয়ান

জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নেয়ার পাঁচ মাসের মধ্যে পদত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার রামনরেশ সারওয়ান। বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি)।

চলতি বছরের ৬ জানুয়ারি সারওয়ানকে জাতীয় দল ও যুবদলের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়। তবে বাংলাদেশ সফরের আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সারওয়ান।
 
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস সারওয়ানের বিদায় এবং তার অবদান নিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘সারওয়ানের অভিজ্ঞতা বিবেচনায় তাকে নির্বাচকের দায়িত্বে আনা হয়। কিন্তু সে এই দায়িত্বে আর থাকতে চাইছে না, যা আমাদের জন্য ভীষণ হতাশার।’

তিনি আরো বলেন, ‘আমরা তার কারণ বুঝতে পেরেছি এবং মেনে নিয়েছি। তার দায়িত্বকালীন সময়ে সে যে অবদান রেখেছে তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। আশা করি সে সামনে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের হয়ে তার জায়গা থেকে অবদান রাখবে।’

এই তারকার বিদায়ের পর উইন্ডিজ বোর্ড নতুন নির্বাচকের খোঁজে নেমেছে। তবে নতুন নির্বাচক খুঁজে পাওয়ার আগে পর্যন্ত রবার্ট হায়েন্স এই দায়িত্ব সামলিয়ে যাবেন।