• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১২:১৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২২, ১২:১৫ এএম

সাফ জয়ী নারী ফুটবলারদের ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

সাফ জয়ী নারী ফুটবলারদের ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী
সাম্প্রতিক ছবি

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য আরেকটি সুখবর।

এবার তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ সেনাবাহিনী। সেইসঙ্গে দেয়া হবে এক কোটি টাকা পুরস্কার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদRkর (আইএসপিআর) সূত্র জানায়, আগামী ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিজয়ী দলকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হবে।

শিরোপা জয় করে দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা  দেয়া হয়েছে সাবিনাদের। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে তাদের নেয়া হয় বাফুফে ভবনে। পুরো পথেই জনতার শুভেচ্ছা-ভালোবাসায় স্নাত হয় বিজয়ী মেয়েরা।

এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন। ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। এর বাইরে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ৫০ লাখ এবং সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক আরও ৫০ লাখ টাকা পুরস্কার দিচ্ছেন।

গত ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। ওই ম্যাচে দু’টি গোল করেন কৃষ্ণা রাণী সরকার এবং অপর গোলটি করেছেন শামসুন্নাহার।

জাগরণ/খেলা/নারীসাফফুটবল/এসএসকে/কেএপি