• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০১:০৫ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৯, ২০২৩, ০৭:০৬ এএম

টি-টোয়েন্টি সিরিজ

বিকেল ৩টায় মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

বিকেল ৩টায়  মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড
ছবি ● ফাইল ফটো

চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ।

কোচ হাথুরুসিংহে নতুনদের দেখে নিতে মুখিয়ে। এখান থেকেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে চান তিনি।

তৃতীয় ওয়ানডে হারলেও জয় দিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করতে চায় ইংল্যান্ড।

বৃহস্পতিবার (৯ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৩টায়।

সেন্টার উইকেটে ছক্কা হাকানোর প্রতিযোগিতা। লিটন, হ্দয়, শান্ত, আফিফ, রনিদের দলনেতা সাকিব এই ম্যাচেও ছড়ি ঘুড়ালেন। জানান দিলেন ধুমধাড়াক্কা টি-টোয়েন্টি ফিরছে। যেখানে ইংল্যান্ডকে হারাতে, আগ্রাসী ব্যাটিংয়ের বিকল্প নেই।

চার মাস পর টি-টোয়েন্টিতে টাইগাররা। নানা রদ-বদলের দলের অনুশীলের শুরুতে , সাকিব-হাথুরুর টিম মিটিং। ইংলিশ চ্যালেঞ্জে জয়ী হওয়া কঠিক কাজ। হাথুরুর চোখে জয়ের থেকে যেন ক্রিকেটারদের দেখে নেয়ার নেশা বেশি।

চান্ডিকা হাথুরুসিংহে বলেন, জয়ের লক্ষ্য সবার থাকে। তবে আমি আশা করি যাদের নেয়া হয়েছেন তারা যেন দেখাতে পারে তারা কেন দলে। ব্যাটিংয়ে নতুনদের নেটে দেখেছি। তবে ম্যাচে কেমন করে সেটা বেশি জরুরি।

তিনি আরও বলেন, এটা শুধু শুরু হচ্ছে। উইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপের কন্ডিশন অন্যরকম হবে। এখন থেকেই ভাবতে হবে দল কেমন হবে, কারা খেলবে। ফিল্ডিংয়ে আমরা অনেক উন্নতি করেছেন। বাকি বিভাগেও উন্নতির জায়গা আছে অনেক।

১৬ বছরের টি-টোয়েন্টি হতিহাসে টাইগাররা মাত্র একটা ম্যাচে খেলতে পারেছে ইংল্যান্ডের সাথে। ২০২১ সালে হারটা ৮ উইকেটে। নতুন দল নিয়ে এখন থেকেই ২০২৪ বিশ্বকাপের ভাবনা শুরু করতে চান হাথুরু।

ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে হেরে মোমেন্টাম হারিয়েছে কিছুটা। তবে ঘুড়ে দাঁড়ানোর মন্ত্র ভালভাবেই জানা বিশ্বসেরাদের। ইংলিশ পেসারদের সাথে লেগ স্পিনার আদিল রশিদ হতে পারেন বিপদের কারণ।

হৃদয়ের অভিষেক, ৮ বছর পর রনির ম্যাচ খেলার সম্ভাবনা যেমন জোরালো, তেমনি সোহানের বাদ পড়াও হতে পারে সমানভাবে আলোচিত।

জাগরণ/খেলা/টিটোয়েন্টিসিরিজ/এসএসকে