• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ১২:০৫ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৮, ২০২৩, ০৬:২১ এএম

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ
ছবি ● সংগৃহীত

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ রেশ এখনও কাটেনি টাইগারদের। সেই সিরিজ জয়ের পর বাংলাদেশ দল এবার নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে।

শনিবার (১৮ এপ্রিল) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ২টায়।

শুক্রবার (১৭ মার্চ) উন্মোচন করা হলো সেই সিরিজের ট্রফি।বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি এই ট্রফি উন্মোচন করেন।

ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে শেষ করেছে টাইগাররা সে ধারাবাহিকতায় আয়ারল্যান্ড সিরিজ শুরু করতে চান হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

সিরিজ জয়ের লক্ষ্য ঠিক রেখে পরীক্ষা-নিরীক্ষার চালাতে চান লঙ্কান গুরু।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দুদলই। বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর আত্মবিশ্বাস ফুটে উঠেছে, সাকিব-শান্তদের শরীরীভাষায়। মাঠে সাকিবকে দেখে বুঝার উপায় নেই, একটা ঝড় বয়ে যাচ্ছে তার ওপর দিয়ে। জ্বরে ভুগলেও, অনুশীলন করেছেন তামিম। হঠাৎ জাকিরের ইনজুরি, অনুশীলনে মিরাজের হালকা চোটে কম্বিনেশন ঠিক করায় নিয়ে দ্বিধায় ম্যানেজমেন্ট। পরীক্ষা-নিরীক্ষা আর সিরিজ জয়ে গুরুত্ব দিচ্ছে টাইগাররা।

কোচ চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকেই আমরা মোমেন্টাম পেয়েছি। সবার কাছেই একটাই প্রত্যাশা পারফর্মেন্স করা। পরীক্ষা-নিরীক্ষাও করতে হবে। মাহমুদউল্লাহর বাদ না, ওর ব্যাক আপ খোঁজা হচ্ছে।’

আয়ারল্যান্ড যে আগের মতো দুর্বল দল নেই, সেটা পরিসংখ্যান ফুটে উঠে। ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে, ইংল্যান্ড-সাউথ আফ্রিকা বিপক্ষেও আছে দাপটে জয়। আফগানিস্তান, জিম্বাবুয়ের বিপক্ষে তো নিয়মিত জয় পায় দলটা।

চান্ডিকা হাথুরুসিংহে আরও বলেন, ‘আমরা সব প্রতিপক্ষকে সম্মান করি। শক্তিশালী দল হলেও ভয় করি না। সিরিজ জিততে চাই আমরা। আমাদের পেসাররা দারুন করেছে। উইকেটে রান হবে অনেক। সেভাই একাদশ সাজাবো। আশা করি ছেলেরা ঘরোয়াতে যেভাবে রান করে এখানেও করবে।’

বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষে হলেও, জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় আয়ারল্যান্ড-ও। বাংলাদেশের সাথে গেলো ১২ বছরে কোনও জয় নেই আয়ারল্যান্ডে। ঘরের মাঠে টাইগারদের হারানো কতটা কঠিন জানা আছে।

সাকিব-তামিমদের নিয়ে না ভাবে, নিজেদের সেরাটা দেয়ার পরিকল্পনা সফরকারীদের।

জাগরণ/খেলা/ক্রিকেট/এসএসকে