• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০১৯, ০৬:৪৩ পিএম

আমি কখনো বলিনি জিদান আর আমি ভালো বন্ধু : বেল 

আমি কখনো বলিনি জিদান আর আমি ভালো বন্ধু : বেল 
মাঠ ত্যাগ করার আগে সাবেক গুরু জিদানের সঙ্গে বেল। ছবি- মার্কা

 

রিয়াল মাদ্রিদের হয়ে খেলোয়াড়ি জীবনে সম্ভাব্য সকল শিরোপা অর্জনের পর লস ব্লাঙ্কোসদের কোচের দায়িত্ব নিয়েও সফলতার রেণু উড়িয়েছেন জিনেদিন জিদান। ইতিহাসে প্রথমবারের মতো রিয়ালকে হ্যাটট্রিকবার চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতান তিনি। সেসব এখন অবশ্য পুরনো ইতিহাস। কারণ টানা তিনবার ইউরোপ সেরার মুকুট মাথায় দেয়া জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছেন চলতি মৌসুম শুরুর আগেই। 

সাবেক হলেও দু'হাত ভরে সফলতা এনে দেয়ায় এখনো সবাই জিদানের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। তবে সে খাতায় নাম লেখালেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল। ফোর ফোর টু নামক এক ম্যাগাজিনে সাক্ষাৎকার দেয়ার সময় বেশ ঝাঁঝালো ভাষায় কোচের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করলেন। 

জিদানের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে বেল বলেন, 'সে দল ছাড়ার সময় আমার সঙ্গে কোনো কথা বলেনি। এরপর আমিও তার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করিনি।' দুজনের মধ্যে সম্পর্কের কথা জানাতে গিয়ে বেল বলেন, 'আমাদের ভেতর ভালো সম্পর্ক ছিল। তবে আমি কখনো কাউকে বলিনি আমরা খুব ভালো বন্ধু ছিলাম। শুধুমাত্র পেশাগত কারণে আমাদের যতোটা কাছে আসার দরকার আমরা ঠিক ততোটাই ছিলাম।' 

শেষবার চ্যাম্পিয়নস লীগের ফাইনালে বেল নেমেছিলেন বদলি খেলোয়াড়। নেমেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন বেল। গোল করেন লিভারপুলের বিপক্ষে। অবশ্য ক্যারিয়ারের এ পর্যায়ে এসে আর নিজেকে প্রমাণের কিছু দেখছেন না বেল। তিনি বলেন, 'আমি আমার করা ওই গোলটা বেশ কয়েকবার দেখেছি। আর আমার মনে হয়না নিজেকে আমার প্রমাণের কিছু বাকি আছে। আমি শুধুমাত্র আমার এবং দলের জন্য খেলি।' 

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে সুযোগ না পাওয়া নিয়ে নিজের হতাশা জানিয়ে বেল আরও জানান, 'আমি অনেক হতাশ ছিলাম শুরু থেকে খেলতে না পেরে। তবে আমি সেসময় দারুণ ফর্মে ছিলাম। ফাইনালের আগে শেষ চার লীগ ম্যাচে পাঁচ গোল ছিল আমার। সে হিসেবে আমি শুরুর একাদশে থাকার উপযুক্ত।'  

 
এসএইচএস || মার্কা