• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০২:০৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ০২:১২ পিএম

রাজধানীতে তিন ভাইকে ছুরিকাঘাত, এক ভাইয়ের মৃত্যু 

রাজধানীতে তিন ভাইকে ছুরিকাঘাত, এক ভাইয়ের মৃত্যু 
প্রতীকী ছবি

রাজধানীতে পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রিয়াদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই কিশোরের দুই ভাই শামীম (২৭) ও রিজন (১৮) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে উত্তরখানের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে জানার চেষ্টা চলছে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সোমবার রাত ১১টার দিকে স্বপনসহ বেশ কয়েকজন মিলে তার চাচাতো ভাই শামীম, রিজন ও রিয়াদকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাদের ঢামেকে নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রিয়াদ মারা যান। এই ঘটনায় অভিযুক্ত স্বপনও আহত হয়েছেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে রিয়াদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার লাশ মর্গে রাখা হয়েছে।

এইচএম/একেএস

আরও পড়ুন