• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৮:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৮:১২ পিএম

ভালুকায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের দাফন

ভালুকায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের দাফন
মফিজুর রহমানের মরদেহে ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন  -  ছবি : জাগরণ

ময়মনসিংহের ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে। ওই বীর সেনানী শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সদস্য আলহাজ এম এ ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ওসি মাইনুদ্দিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা স্মৃতিচারণা করে ফুলের তোড়া দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে গার্ড অব অনার দেয়া হয়। তার দ্বিতীয় জানাজা হবিরবাড়ির সোনার বাংলা স্কুল মাঠে এবং তার নিজ গ্রাম বাশিলে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এনআই

আরও পড়ুন