• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৯, ০৯:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৩, ২০১৯, ০৯:৪৩ পিএম

ফরিদপুরে বাল্যবিবাহের অভিযোগে কনের মাকে জরিমানা

ফরিদপুরে বাল্যবিবাহের অভিযোগে কনের মাকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে বাল্যবিবাহের অভিযোগে শুক্রবার (২২ নভেম্বর) কনের মাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের সালথা উপজেলার সজীবের সাথে বিয়ের দিন ধার্য ছিল পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের জয়পাশা ফজলুল হক একাডেমির সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন কনের বাড়িতে হাজির হন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ ও কনের বাবা পালিয়ে যান।

এ সময় কনের মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে বিয়ে না দেয়ার মুচলেকা দেন মেয়ের মা।

এনআই

আরও পড়ুন