• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ১০:০২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২০, ১০:০২ পিএম

জিপিএ-৫ প্রাপ্ত ১৯ শিক্ষার্থীকে প্রাইজবন্ড দিলেন র‌্যাব-৪ অধিনায়ক

জিপিএ-৫ প্রাপ্ত ১৯ শিক্ষার্থীকে প্রাইজবন্ড দিলেন র‌্যাব-৪ অধিনায়ক
জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীর হাতে প্রাইজবন্ড তুলে দিচ্ছেন মোজাম্মেল হক  -  ছবি : জাগরণ

লেখাপড়ায় উৎসাহ জোগাতে পাবনার চাটমোহরের জিপিএ-৫ প্রাপ্ত ১৯ শিক্ষার্থীর প্রত্যেককে ৫০০ টাকার প্রাইজবন্ড উপহার দিলেন র‌্যাব-৪ অধিনায়ক মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই প্রাইজবন্ড দেয়া হয়। ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছে এসব শিক্ষার্থী।

জানা গেছে, ব্যক্তিগত উদ্যোগে দেয়া হয় এই প্রাইজবন্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আ. কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, ওসি সেখ মো. নাসীর উদ্দিন ও মূলগ্রাম ইউপির চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

প্রতিবছরই এই বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেন মোজাম্মেল হক। ১৯৭৮ সালে এ বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাস করেছিলনে র‌্যাব-৪-এর এই অধিনায়ক।

এনআই

আরও পড়ুন