• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০২০, ০৯:১৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০২০, ১২:২৫ পিএম

বান্দরবানে নাশতার টেবিলে ব্রাশফায়ারে নিহত ৬

বান্দরবানে নাশতার টেবিলে ব্রাশফায়ারে নিহত ৬
ঘটনাস্থল ঘিরে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ● সংগৃহীত

বান্দরবানের বাগমারায় দু’গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন জেএসএস এমএন লারমা গ্রুপের বান্দরবান সমন্বয়ক রতন তঞ্চঙ্গ্যা, সদস্য বিমল কান্তি চাকমা, ডেবিট মারমা, প্রগতি চাকমা, দিপেন ত্রিপুরা ও জয় ত্রিপুরা।

জানা গেছে, সকালে রতন তঞ্চঙ্গার বাসায় নাশতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নিহতরা। এমন সময় সশস্ত্র একদল সন্ত্রাসী তাদের ঘেরাও করে এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা নামে দুই কর্মী।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ বলছে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার কিছুক্ষণ আগে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময়ের হয়। এ ঘটনায় ‌জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ৬ জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও ৩ জন। 

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার বিবিসিকে জানান, সকাল সাতটার দিকে ওই সংঘর্ষের খবর পেয়েছেন তারা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন এবং পুলিশ ফোর্সও সেখানে রওনা দিয়েছে।

বাগমারা নামক ওই জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। বিবিসি, চ্যানেলটোয়েন্টিফোর ও সময়টিভি।

কেএপি

আরও পড়ুন