• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৩:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৩:৪৮ পিএম

শাহজালালে অর্ধকোটি টাকার বিদেশি ওষুধ আটক

শাহজালালে অর্ধকোটি টাকার বিদেশি ওষুধ আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে ১ লাখ ৩২ হাজার পিস বিদেশি ওষুধ আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০২ ফ্লাইটে আসা মোহাম্মদ আসাদ নামের এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার কাছে কিছু নেই বলে তিনি জানান। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজে চেক করে ১ লাখ ৩২ হাজার পিস বিদেশি ওষুধ পাওয়া যায়। আটক ওষুধের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এইচ এম/একেএস

আরও পড়ুন