• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২০, ০৯:০৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২০, ০৯:০৭ পিএম

শিশুখাদ্য আমদানিতে ১০০ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত

শিশুখাদ্য আমদানিতে ১০০ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত

শিশুখাদ্য ও পণ্য আমদানিতে স্বল্প সুদে স্থায়ী জামানতবিহীন ১০০ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেই অর্থ কীভাবে ছাড় করা হবে তা ঠিক করতে পারেনি বাংলাদেশ ব্যাংক।

করোনাভাইরাস (কোভিড-১৯) এর পরিস্থিতিতে দেশে শিশুপণ্যের সঙ্কট দেখা দিচ্ছে। অর্থের অভাবে আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। আর এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন।

পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের শুরুতে শিশুখাদ্য আমদানিতে ৫ শতাংশ মার্জিনে ঋণপত্র খোলার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক।

আমদানিকারকদের দাবির পরিপ্রেক্ষিতে ১০০ কোটি টাকা ঋণ দিতে রাজিও হয় কেন্দ্রীয় ব্যাংক। তবে গত দুই সপ্তাহে ঋণ ছাড়ের প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। তাই পর্যাপ্ত পুঁজি না থাকায় চাহিদা অনুযায়ী শিশুপণ্য আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা।

দেশে মাসে শিশুখাদ্যের চাহিদা দেড় হাজার টন। যার ৮০ ভাগই আমদানি করা হয়। তাই শিশুপণ্যের আমদানি স্বাভাবিক করতে না পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এসএমএম

আরও পড়ুন