• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০, ০৯:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১, ২০২০, ০৯:০৪ পিএম

সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বৃহস্পতিবার

সিটি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বৃহস্পতিবার

ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন ২০২০

......

দুই সিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে শুরু হবে যাচাই বাছাই। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি (বৃহস্পতিবার)।

দুই সিটিতে মোট ৯টি দলের ১৪ জন মেয়র প্রার্থী হয়েছেন। এবার এ পদে কোনও স্বতন্ত্র প্রার্থী নেই।

মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর সবমিলিয়ে ১ হাজার ৩০টি মনোনয়নপত্র জমা হয়েছে। উত্তরের মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন। দক্ষিণে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র জমা দেন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি (বৃহস্পতিবার), প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি (শুক্রবার)। এরপর থেকে শুরু হবে প্রচারণা।

প্রার্থীরা আচারণবিধি মেনে চলছে কিনা তা দেখভালের জন্য প্রথম ধাপে ৪৩ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। ২৭ জানুয়ারি (সোমবার)পর্যন্ত মাঠে থাকার কথা তাদের। এর মধ্যে উত্তরে ১৮ জন ও দক্ষিণে ২৫ জন দায়িত্ব পালন করবেন।

২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চারদিন ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

এসএমএম

আরও পড়ুন