• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৯, ০২:০১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৮, ২০১৯, ০২:১৪ পিএম

গানে ফিরলেন আলাউদ্দিন আলী

গানে ফিরলেন আলাউদ্দিন আলী

হাসপাতাল থেকে শুধু বাসায় নয়, এবার গানেও ফিরলেন সুরের যাদুকর আলাউদ্দিন আলী। দীর্ঘ প্রায় ৯ মাস পর তিনি আবার গানের জগতে ফিরলেন। তার গানে ফেরা নিয়ে খুশির বন্যা বয়ে গেল সঙ্গীতাঙ্গন, পরিবার ও ভক্তদের মাঝে।

সম্প্রতি দেশাত্নবোধক একটি গানের রেকর্ডিং হয়েছে আলাউদ্দিন আলীর সুরে। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন তার স্ত্রী ফারজানা আলী মিমি। ‘মুক্তিযুদ্ধ চেতনায় দীপ্ত, পিতার পতাকা হাতে’ কথার গানটি লিখেছেন সব্যসাচী লেখক প্রয়াত সৈয়দ শামসুল হক। আর গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। এটির রেকর্ডিং হয় রাজধানীর সেগুনবাগিচায় আর্ট অব নয়েজ স্টুডিওতে।

ফারজানা আলী মিমি, আলাউদ্দিন আলী ও ফোয়াদ নাসের বাবু রেকর্ডিং স্টুডিওতে

এ প্রসঙ্গে সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু বলেন, ‘আলাউদ্দিন ভাই অনেক দিন আগেই গানটির সুর করেছিলেন। অল্প কিছু কাজ বাকি ছিল সেটা শেষ করে গানটি রেকর্ড করেছি। শিগগিরই গানটি প্রকাশ করা হবে।’

তিনি বলেন ‘আলাউদ্দিন ভাইকে অনেক দিন পর আমরা স্টুডিওতে পেলাম। স্টুডিওতে ঢোকার সাথে সাথেই তার চোখেমুখে হাসি ছিল। আবেগে আমাদেরও চোখ ভিজে আসছিল। আমি তার ৪৫ বছরের সঙ্গী। তিনি আমাকে সেই আগের মতোই করে গাইড করছিলেন গানটির ব্যাপারে। ভালো গানের প্রতি সবসময় গুরুত্ব দিতেন তিনি। বললেন, ভালো গানের কথা হলে সুরও ভালো হয়। সবাই এই গুণি সঙ্গীতজ্ঞের জন্য দোয়া করবেন তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।’

এসজে

আরও পড়ুন