• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৪:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ০৫:০৬ পিএম

বাসায় ফিরেছেন আলাউদ্দিন আলী

বাসায় ফিরেছেন আলাউদ্দিন আলী

সুরসম্রাট আলাউদ্দিন আলী দীর্ঘ তিন মাস সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। গত বুধবার (১৭ জুলাই) দুপুরে সিআরপি থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো।

হাসপাতালের চিকিৎসা শেষে গত ৮ এপ্রিল আলাউদ্দিন আলীকে সিআরপিতে ভর্তি করা হয়। সিআরপির ফিজিওথেরাপি বিভাগের চিকিসৎক ফারজানা শারমিন রুমানা আলাউদ্দিন আলী সম্পর্কে বলেন, ‘শ্বাসনালী ও পাঁজরের বাম পাশে নিস্তেজসহ নানা রোগে আক্রান্ত আলাউদ্দিন আলীকে সিআরপিতে আনা হয়। তিন মাস চিকিৎসা দেয়ার পর এখন তিনি অনেকটাই সুস্থ। তিনি আগে খেতে, কথা বলতে ও হাত নাড়াতে পারতেন না। বর্তমানে তার কথা অস্পষ্ট শোনা গেলেও খাবার খেতে পারছেন এবং অঙ্গ-প্রতঙ্গ নাড়াতে পারছেন।’

তিনি বলেন, ‘তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার পরিবার ও সহকর্মীদের সহয়তা প্রয়োজন। আমরা আশা করছি, তিনি  এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।’

আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমি বলেন, ‘হাসপাতালের চিকিৎসা শেষে আমার স্বামীকে সিআরপিতে আনার পর তিনি অনেকটা সুস্থ হয়েছেন। গত তিন মাস সিআরপির চিকিৎসকরা আমাদের অনেক সাহায্য করেছেন। তারা আমার স্বামীকে সুস্থ করে তুলতে পর্যাপ্ত চেষ্টা করেছেন। আমি সিআরপি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। ওখানকার চিকিৎসকরা বলেছেন, পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটালে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তাই সিআরপি থেকে তাকে ঢাকার বনশ্রীতে নিয়ে এসেছি। কিছু দিন দেখার পর তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাব।’

উল্লেখ, গত ২২ জানুয়ারি রাত ১১টায় অসুস্থ আলাউদ্দিন আলীকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় চিকিৎসায় শেষে ৮ এপ্রিল সিআরপিতে স্থানান্তর করা হয়।

এসজে
 

আরও পড়ুন