• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ১০:৪২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ১০:৪২ এএম

জম্মু-কাশ্মীর ভাগ আজ থেকেই

জম্মু-কাশ্মীর ভাগ আজ থেকেই
সেনা টহল-ফাইল ছবি

রাজ্যের মর্যাদা হারিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকেই দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। গত ৫ আগস্ট (সোমবার) নরেন্দ্র মোদী সরকার এ নিয়ে সিদ্ধান্ত নেয়ার পরে তা অনুমোদন করেছে সংসদ। যাতে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুই আমলা গিরিশচন্দ্র মুর্মু শ্রীনগরে এবং আর কে মাথুর লাদাখে উপরাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন।

দু’টি এলাকার পুলিশ এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থা থাকবে কেন্দ্রের হাতে। জমির বিষয়টি দেখবে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সরকার। আনন্দবাজার পত্রিকা।

এসএমএম 

আরও পড়ুন