• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ০২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৪, ২০১৯, ০২:৩৯ পিএম

গম্ভীরা সম্রাট কুতুবুল আলমের মৃত্যুবার্ষিকী আজ

গম্ভীরা সম্রাট কুতুবুল আলমের মৃত্যুবার্ষিকী আজ
গম্ভীরা সম্রাট কুতুবুল আলম

রাজশাহীর গম্ভীরা গানের সম্রাট কুতুবুল আলমের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর এই কিংবদন্তি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুতুবুল আলম স্মৃতি সংসদের উদ্যোগে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। স্মারকগ্রন্থটির সম্পাদনায় রয়েছেন কুতুবুল আলম স্মৃতি সংসদের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও শাহারিয়ার মাহমুদ প্রিন্স।

স্মারকগ্রন্থটিতে কুতুবুল সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণীসহ অন্যান্য গুণীজনদের লেখনী স্মৃতি সংসদের এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছে।

কুতুবুল আলম ১৯৩৬ সালের ২৩ জুন চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রথমে রাজশাহী মেডিকেল এবং পরে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।

একেএস

আরও পড়ুন