• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০১৯, ০৮:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০১৯, ০২:৫০ এএম

এবার শোয়েবকে আফ্রিদির ধন্যবাদ

এবার শোয়েবকে আফ্রিদির ধন্যবাদ

জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। পাকিস্তানি গ্রেট জাভেদ মিয়াঁদাদকে নিজের আত্মজীবনীতে এক হাত নিয়েছেন আফ্রিদি। মিয়াঁদাদ ছাড়াও আফ্রিদি তার বইয়ে ফাঁস করেছেন পাকিস্তানের অনেক সিনিয়র ক্রিকেটারের আসল রূপ। 

এ কারণে আফ্রিদিকে এখন সমালোচনা সইতে হচ্ছে। তার সমালোচনায় মুখর হয়ে আছেন গৌতম গম্ভীর, ইমরান ফরহাতসহ অনেক সাবেক ক্রিকেটার। তবে বুম বুমের বক্তব্যের প্রতি দুদিন আগে পূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার।  

এতো সমালোচনার মধ্যেও বন্ধু ও সাবেক সতীর্থকে পাশে পেয়ে তাই উৎফুল্ল আফ্রিদি। শোয়েবকে জানালেন ধন্যবাদও। কৃতজ্ঞতা জ্ঞাপন করে সম্প্রতি এক টুইটবার্তায় আফ্রিদি শোয়েব আখতারকে উদ্দেশ্য করে লেখেন, ‘তোমাকে ধন্যবাদ শোয়েব। তোমার পদাংক অনুসরণ করেছিলাম এবং একটি বই লিখেছিলাম। কোনো সাবেক খেলোয়াড়কে আঘাত করতে চাইনি। শুধু সত্যটা বলার চেষ্টা করেছি। শিগগির দেখা হবে।’  

এর আগে আফ্রিদির বক্তব্যকে সমর্থন জানিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছিলেন, ‘আমার মনে হয় আফ্রিদি তার বইয়ে সিনিয়রদের দুর্ব্যবহার সম্পর্কে কমই লিখেছে। তার প্রতি হওয়া অবিচারের কিছু ঘটনা আমি নিজেও সামনে থেকে দেখছি। এ ব্যাপারে আমি তাকে সম্পূর্ণ সমর্থন করছি।’ 

এমএইচএস/এসএইচএস  

আরও পড়ুন