• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৭:৫২ পিএম

সৌম্যে হতবাক ফিঞ্চ

সৌম্যে হতবাক ফিঞ্চ

কোনোভাবেই যেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙতে পারছিল না বাংলাদেশ। ২০ ওভার পর্যন্ত পরীক্ষিত ৫ বোলার দিয়ে বেশ কয়েকবার চেষ্টা চালালেও ওয়ার্নার-ফিঞ্চদের উইকেট তুলে নিতে ব্যর্থ হয় টাইগার বোলাররা।

কিন্তু ২০ ওভার শেষে হঠাৎ করেই পার্ট-টাইম বোলার সৌম্য সরকারকে বোলিংয়ে আনেন মাশরাফী বিন মোর্ত্তজাও। সবাইকে চমকে দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদানও দেন সৌম্য। তুলে নেন অজি অধিনায়ক ফিঞ্চের উইকেট। 

ক্যারিয়ারের ২৩তম ফিফটি তুলে নিয়ে ফিঞ্চ এগোচ্ছিলেন বড় ইনিংস খেলার পথে। তবে সৌম্যর প্রথম ওভারে ছোঁড়া খাটো লেন্থের বল উড়িয়ে মারতে গিয়ে শর্ট থার্ড ম্যানে থাকা রুবেল হোসেনের তালুবন্দী হন তিনি। ফেরেন ৫১ বলে ৫৩ রান করে। 

এর আগে, নটিংহ্যামে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের দুরন্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ১০০ রান তুলে ফেলে তারা। ৫৫ বলে ক্যারিয়ারের ২০তম অর্ধশতকের তুলে নেন ওয়ার্নার।   

অথচ চতুর্থ ওভারেই প্রথম ব্রেক-থ্রু পেয়ে যেতে পারতো বাংলাদেশ। মাশরাফী বিন মোর্ত্তজার বলে স্কয়ার কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন ওয়ার্নার। কিন্তু সেখানে থাকা সাব্বির রহমান ফেলে দেন সেই ক্যাচ। ফলে উইকেট বঞ্চিত থাকে টাইগাররা।  

এসএইচএস 

আরও পড়ুন