• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৯, ০২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩০, ২০১৯, ০২:৩২ পিএম

ঢাকার চেয়ে কুমিল্লার সমর্থকদের দলের প্রতি দরদ বেশি : সালাউদ্দিন

ঢাকার চেয়ে কুমিল্লার সমর্থকদের দলের প্রতি দরদ বেশি : সালাউদ্দিন
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফটো : দৈনিক জাগরণ

বিপিএলের সাত দলের একমাত্র দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একসময় শোনা গিয়েছিল, সিলেট থান্ডার্সের কোচ হিসেবে থাকবেন সরোয়ার ইমরান। প্লেয়ার্স ড্রাফটেও সিলেটের হেড কোচ হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবসকে হেড কোচ হিসেবে নিয়োগ দেয় সিলেট।

একে তো সালাউদ্দিন এবারের বিপিএলের একমাত্র দেশি কোচ; তার উপর আবার ঢাকার কোচ। যাদের সমর্থক সবচেয়ে বেশি বলে ধরা হয়। চাপটা কেমন? এমন প্রশ্নের জবাবে কুমিল্লার হয়ে শিরোপা জেতা সালাউদ্দিন বলছেন, ঢাকা নয় কুমিল্লার হয়েই কোচিং করানো তার কাছে বেশি কঠিন মনে হয়। 

তিনি বলেন, ‘আমার মনে হয় এটা একটু ভুল ধারণা। ঢাকার চেয়ে কুমিল্লাতে কোচিং করানো বেশি অনেক চাপের। ওখানকার সমর্থকরা অনেক বেশি ক্রেজি। দলের প্রতি তাদের দরদও বেশি। আমার মনে হয় যেহেতু এটার (চাপ নেয়ার) অভ্যাস আছে, তাই এখানে (ঢাকা প্লাটুন) চাপ থাকলে সেটাও সামলে নিতে পারবো।’

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের মাঠের লড়াই। তার আগে দেশি ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করলেও বিদেশি ক্রিকেটাররা আসবেন কবে? ঢাকা প্লাটুন কোচের জবাব. ‘অনেকেই বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ত আছে। আমরা আশা করছি ৮ থেকে ৯ তারিখের মধ্যে তাদের পেয়ে যাবো।’

এমএইচবি/আরআইএস 
 

আরও পড়ুন