• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০১:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০১:৩৩ পিএম

এবার হাসপাতালে আরও দুই অ্যাথলেট

এবার হাসপাতালে আরও দুই অ্যাথলেট
ছবি : বিওএ

আগের দিন প্রতিপক্ষের ‘ফাইল পাঞ্চে’ হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশের সোনাজয়ী কারাতেকার মারজানা আক্তার প্রিয়া। যদিও ঘণ্টা দুয়েক পরই হাসপাতাল থেকে ছাড় পান তিনি। এবার অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন জহির রায়হান ও  আবু তালেব নামের বাংলাদেশের দুই অ্যাথলেট। যাদের মধ্যে সোনা জয়ের স্বপ্ন ছিল জহিরের। 

দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথম হিটে ৪৮.২০ সেকেন্ডে দৌড় শেষ দ্বিতীয় হয়েছিলেন জহির। দ্বিতীয় হিটে ৫০.২০ সেকেন্ড সময় নিয়ে আবু তালেব হয়েছিলেন চতুর্থ। তবে এর পরপরই অসুস্থ হয়ে পড়েন দুজন। উচ্চতাজনিত কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তাদের।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পবন রাওয়াল সাংবাদিকদের বলেন, ‘জহিরের পালস রেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। একজন অ্যাথলেটের যেখানে ৭৮-এর আশেপাশে পালস রেট স্বাভাবিক, সেখানে জহিরেরটা একশর বেশি। যদি তারা আবার দৌঁড়ায়, পালস রেট আরও অনেক বেড়ে যাবে। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেয়ার অনুমতি দিতে পারছি না।’

এমএইচবি

আরও পড়ুন