• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৩:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ০৪:৫৪ পিএম

মাবিয়ার পর স্বর্ণ জিতলেন ভারোত্তোলক জিয়ারুল

মাবিয়ার পর স্বর্ণ জিতলেন ভারোত্তোলক জিয়ারুল
সংগৃহীত ছবি

আগের তিন দিন কেটেছিল হতাশায়। আসেনি কোনো স্বর্ণ। তবে এসএ গেমসের ষষ্ঠ দিনে এসে বাংলাদেশকে জোড়া স্বর্ণ এনে দিয়েছেন দুই ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম। ৯৬ কেজি ওজন শ্রেণীতে তিনি দেশকে ষষ্ঠ সোনা এনে দেন।

শনিবার ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪২ কেজি) মিলিয়ে ২৬২ কেজি তুলে সেরা হন জিয়ারুল। এর আগে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে শ্রীলঙ্কার প্রিয়ান্থি ও নেপালের দেবিকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন মাবিয়া।

স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি সহ মোট ১৮৫ কেজি ওজন তুলে সেরা হয়েছেন তিনি। স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি সহ প্রিয়ান্থি মোট তুলেছেন ১৮৪ কেজি ওজন। স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজি সহ মোট ১৭২ কেজি ওজন তুলেছেন তারা দেবী।

এমএইচবি

আরও পড়ুন