• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ০১:১৪ পিএম

এসএ গেমসে তিনদিন পর বাংলাদেশের স্বর্ণ জয়

এসএ গেমসে তিনদিন পর বাংলাদেশের স্বর্ণ জয়

গত এসএ গেমসে তৃতীয় দিনে এসে বাংলাদেশের প্রথম স্বর্ণ জিতেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। এরপর মেডেল হাতে তার সেই কান্না হয়ে গেছে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসেরই অংশ। নেপালে অনুষ্ঠিত এবারের আসরে প্রথম দুই দিনে চার স্বর্ণ জিতলেও এরপর টানা তিন দিন থাকতে হয়েছে স্বর্ণ জয় ছাড়া। 

অবশেষে তা কাটিয়েছেন সেই মাবিয়া আক্তার সীমান্তই। এবারও ভারোত্তলনে স্বর্ণ এনে দিয়েছেন তিনি। মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে শ্রীলঙ্কার প্রিয়ান্থি ও নেপালের দেবিকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন মাবিয়া।

স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি সহ মোট ১৮৫ কেজি ওজন তুলে সেরা হয়েছেন তিনি। স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি সহ প্রিয়ান্থি মোট তুলেছেন ১৮৪ কেজি ওজন। স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজি সহ মোট ১৭২ কেজি ওজন তুলেছেন তারা দেবী।

এমএইচবি

আরও পড়ুন