• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৯, ০৩:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২০, ২০১৯, ০৩:৪৬ পিএম

টোকিও অলিম্পিকে ভূমিকম্প!

টোকিও অলিম্পিকে ভূমিকম্প!
আগামী বছরের ২৪ জুলাই টোকিও অলিম্পিকের পর্দা উঠবে।

সূর্যোদয়ের দেশ জাপানে প্রতি বছর প্রায় দেড় হাজারের মতো ভূমিকম্প আঘাত হানে। আগামী বছরের ২৪ জুলাই দেশটির রাজধানী টোকিওতে শুরু হতে যাওয়া অলিম্পিকে ৩২তম আসর চলাকালীন সময়ে ৭.৩ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। তারই প্রস্তুতি হিসেবে টোকিও অলিম্পিকের ১২টি ভেন্যুতে ভূমিকম্পের উপরে মহড়ার আয়োজন করলো কর্তৃপক্ষ। 

টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তা, স্থানীয় পুলিশ এবং দমকল কর্মীসহ প্রায় ৬৫০ জন কয়েকটি মহড়ায় অংশগ্রহণ করেন। আগামী বছরের ২৬ জুলাই টোকিওর ঠিক নিচে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার আবহের উপর ভিত্তি করে মহড়াগুলো অনুষ্ঠিত হয়। ওই দিন জাপানের রাজধানীর মোট ২০টি স্থানে অলিম্পিকের নানা ইভেন্ট অনুষ্ঠানের সূচি নির্ধারিত রয়েছে।

মহড়ার অংশ হিসেবে টোকিওর সমুদ্র তীরবর্তী অঞ্চলসমূহকে জিমন্যাস্টিকস কেন্দ্রে অংশগ্রহণকারীদের শান্ত থেকে সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণের জন্য ইংরেজি এবং জাপানি ভাষায় কিছু ঘোষণা দেয়া হয়। কেন্দ্রের দ্বিতীয় তলায় দমকল কর্মীরা আহতদের শুশ্রূষা করেন এবং নিরাপত্তারক্ষীরা লোকজনকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সহায়তা করেন।

সূত্র : এনএইচকে ওয়াল্ড 

আরআইএস  

আরও পড়ুন