• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২০, ০৮:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১০, ২০২০, ০৮:১৬ পিএম

ফুলের তোড়ার শুভেচ্ছায় বিদায় চান না মাশরাফী

ফুলের তোড়ার শুভেচ্ছায় বিদায় চান না মাশরাফী
বিপিএলে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের পর মাশরাফী  -  ছবি : জাগরণ

একটা সময় ছিলেন গতির ঝড় তোলা এক বোলার। ইনজুরির কারণে সেটা নেই বহুদিন ধরেই। তবে সুইং আর নিয়ন্ত্রণে এখনো দেশের অন্যতম সেরা পেস বোলার মাশরাফী বিন মোর্ত্তজা। তার নেতৃত্বে বড় সাফল্যেও পেয়েছে বাংলাদেশ। তবে সবকিছু এখন আর আগের মতো নেই।

গত বিশ্বকাপে দলের সঙ্গে মাশরাফীর ফর্মটাও খুব একটা ভালো যায়নি। তাতেই সমালোচনায় বিদ্ধ হয়েছেন নড়াইল এক্সপ্রেস। আলোচনায় কবে অবসর নেবেন তিনি। অনেকেই মনে করেন বড় আয়োজন করেই বিদায় দেয়া হবে তাকে। তবে মাশরাফী তা চান কি না, সে প্রশ্ন আজকের পর থেকে উঠতেই পারে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিপিএলে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, ‘আমার নিজেকে এত প্রাধান্য দেবার দরকার আছে তেমন নয়, আমি চাইও না যে আমাকে সবাই মাঠ থেকে বিদায় দেবে, আমাকে ফুলের তোড়া দিয়ে সবাই শুভেচ্ছা জানাবে। এর কোনো প্রয়োজন নেই। আমি যে রকম আছি, ভালো আছি, খেলাটা উপভোগ করছি।’

মাশরাফী আরও যোগ করেন, ‘বিশ্বকাপে আট খেলায় এক উইকেট পেয়েছি। এটা যেকোনো মানের একজন বোলারের জন্য মোটেই ভালো পারফরম্যান্স নয়, রীতিমতো অনুজ্জ্বল। এমন পারফরম্যান্সের পরও নির্বাচকরা আবার আমাকে ডাকবেন কি না, বিবেচনায় আনবেন কি না, সেটা তাদের ব্যাপার।’

পাকিস্তান সফরের ব্যাপারে এক প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, সুযোগ থাকলে তিনি পাকিস্তান সফরে যেতেন। তিনি বলেন, ‘আমি যেতাম এবং যাওয়ার ইচ্ছেটা একান্তই আমার নিজস্ব। তবে আমি অবশ্যই আমার মা-বাবা, স্ত্রীসহ পরিবারের সঙ্গে কথা বলতাম, তাদের মতামতটাও শুনতাম। তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যাওয়ার পক্ষেই।’

এনআই

আরও পড়ুন