• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ০৬:১১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২০, ০৬:১১ পিএম

রাহুল-শ্রেয়াসের জুটিতে বড় রান তাড়ায় জিতলো ভারত

রাহুল-শ্রেয়াসের জুটিতে বড় রান তাড়ায় জিতলো ভারত

অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে দুই শতাধিক রান তাড়া করে জয় পেল ভারত। ফলে ৫ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল। 

শুক্রবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা ৫ উইকেটে ২০৩ রান করে। জবাবে জবাব ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় টিম ইন্ডিয়া।

প্রথমে ব্যাট করে কলিন মুনরোর ৪২ বলে ৫৯, কেন উইলিয়াসনের ২৬ বলে ৫১ এবং রস টেলরের ২৭ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে বড় স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড। 

ভারতের পক্ষে জাসপ্রীত বুমরাহ ৩১ রান দিয়ে একটি ও যুজবেন্দ্র চাহাল ৩২ রান দিয়ে একটি উইকেট নেন।  

জবাবটা শুরু থেকেই দিতে পেরেছে ভারত। শুরুতে ৭ রান করা রোহিত শর্মাকে হারিয়েও তাই শঙ্কা ভর করেনি। দ্বিতীয় উইকেট জুটির ৫০ বলে ৯৯ এ জয়ের পথ সুগম হয়েছে। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটির ৩২ বলে ৬২ রানে অকল্যান্ডে উৎসব করেছে ভারত। 

ফর্মে থাকা লোকেশ রাহুল হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন। বিরাট কোহলি ৩২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৫ এবং ফিনিশারের কাজ করা শ্রেয়াস আয়ার ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন। 

আরআইএস 

আরও পড়ুন