• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ০৩:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৩০, ২০২০, ০৩:৩৪ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কেনিন-মুগুরুজা

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কেনিন-মুগুরুজা
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ওপেনের ফাইনালে উঠেছেন সোফিয়া কেনিন ও গারবিয়ে মুগুরুজা। ফটো : টুইটার

র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা অ্যাশলে বার্টিকে হারিয়ে অঘটনের জন্ম দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। আরেক সেমিফাইনালে রোমানিয়ার সিমোনা হালেপকে হারিয়ে ফাইনালে কেনিনের প্রতিপক্ষ স্পেনের গারবিয়ে মুগুরুজা।

গত ৪০ বছরের মধ্য প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে টুর্নামেন্টের ফাইনালে উঠার মিশনে কোর্টে নেমেছিলেন বার্টি। তবে সুবিধা করতে পারেননি এই অজি তারকা। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে; সেখানে ৭-৬ গেমে জয় সোফিয়া কেনিনের। দ্বিতীয় সেটে লড়াই করেও বার্টি ৭-৫ গেমে হার মানতে বাধ্য হন। যার ফলে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে কেনিন পা রাখলেন।

অপরদিকে, সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন গারবিনে মুগুরুজা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের দুই সেটই গড়ায় টাইব্রেকারে। প্রথম সেটে সিমোনা হালেপ ৭-৬ গেমে হেরে যান। পরের সেটে ৭-৫ গেমের জয়ে ফাইনাল নিশ্চিত করেন মুগুরুজা। ২০১৭ সালে উইম্বল্ডন ওপেনের পর কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন মুগুরুজা।

আরআইএস
 

আরও পড়ুন