• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২০, ০৩:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২০, ০৫:১৭ পিএম

পুরস্কার পাবেন কোচরাও

সংবর্ধনা দেয়ার প্রস্তুতি বিসিবির, বাড়ছে বিদেশি কোচিং স্টাফদের চুক্তির মেয়াদ

সংবর্ধনা দেয়ার প্রস্তুতি বিসিবির, বাড়ছে বিদেশি কোচিং স্টাফদের চুক্তির মেয়াদ
মিরপুরে টানানো হয়েছে ব্যানার। ছবি : সংগৃহীত

বিশ্বজয় করেছে বাংলাদেশ। এনে দিয়েছে বিশ্বসেরার মুকুট। আকবররা পেরেছেন, দেশকে যেকোনো খেলায় প্রথমবারের মতো এনে দিয়েছেন বিশ্বকাপ। পুরো দেশ তাই ভাসছে আনন্দের জোয়ারে। বুধবার দেশে ফিরবে বিশ্বকাপজয়ের নায়কেরা। তাদেরকে বড় করে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করেছে বিসিবি। শুরুতে সকালে সংবর্ধনা দেয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে এখন নেয়া হয়েছে বিকেলে। 

আকবর আলীদের সংবর্ধনা দেয়ার কথা জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল তো সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু অ্যারেঞ্জমেন্ট রাখছি। বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে বোর্ডে নিয়ে আসার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে। সংবাদ সম্মেলন ও কিছু ব্যবস্থা থাকবে।’

বিকেলে দেশে ফেরার পর বিসিবি কার্যালয়ে আয়োজন শেষ হতে হতে প্রায় রাত। ঢাকার বাইরে যাবে এমন ক্রিকেটাররা রাতটা বিসিবিতেই কাটানোর কথা রয়েছে, ঢাকার ভেতরে অনেকেই চলে যাবে রাতেই জানান প্রধান নির্বাহী, ‘কালকে এখানেই আছে তারপরও কেউ কেউ চলে যাবে। বিমানবন্দর থেকে তাদের বিসিবিতে আনা হবে এবং এখানে কিছু আয়োজন রাখা হয়েছে। এরপর তারা পরিবারের কাছে চলে যাবে। এখন যে শিডিউল তাতেতো তাদের সকালেই যাওয়ার কথা। যারা ঢাকাতে আছেন তারাতো কাল রাতেই চলে যাবেন।’

এদিকে যুবাদের বিশ্ব জয়ের পেছনে বেশ ভালো অবদান কোচিং স্টাফদের। শ্রীলঙ্কান প্রধান কোচ নাভিদ নেওয়াজ ও ইংলিশ ট্রেনার রিচার্ড স্টনিয়ারের একাগ্রতা, নিবেদন বেশ নজর কেড়েছে সবারই। দলকে নিজের মনে করে দুই বছর ধরে ক্রিকেটারদের এক সুতোয় গাঁথা পেছনের এসব কারিগরদেরও পুরস্কৃত করতে যাচ্ছে বিসিবি। কিছুদিনের মধ্যে চুক্তি শেষ হওয়ার কথা দুজনেরই। তবে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া এই দুই বিদেশির সাথে চুক্তি চালিয়ে নিচ্ছে বিসিবি, ‘আসলে এই বিষয়গুলো আমরা আগেই চিন্তা করে রেখেছি। আমরা সম্ভবত তাদের সবার সাথে চুক্তি কন্টিনিউ করবো। আমাদের বিদেশি যে এক্সপার্ট আছে তারা আমাদের সাথেই থাকছেন।’

এমএইচবি

আরও পড়ুন