• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ১১:২০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২১, ১১:৫১ এএম

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ।

আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। অন্যদিকে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে অভিজ্ঞতায় তুলনামূলক নবীন ওয়েস্ট ইন্ডিজ দল।
মিরপুরের আবহাওয়া আজও কুয়াশাচ্ছন্ন। তবে প্রথম ওয়ানডের মতো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 

প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। সেদিন আবহাওয়া অনেকটা কুয়াশাচ্ছন্ন ছিল, মাঝে নেমেছিল বৃষ্টিও। সব মিলিয়ে ব্যাটসম্যানদের রান তুলতে বেশ কষ্ট হয়েছে। মাত্র ১২২ রান তুলতে পেরেছিল সফরকারীরা। জবাবে অবশ্য ছয় উইকেটে স্বস্তির জয় পেয়েছিল বাংলাদেশ, তবে খেলতে হয়েছিল ৩৩.৫ ওভার।

আরও পড়ুন