• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০২০, ১০:৩৫ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০২০, ১০:৩৫ এএম

থমথমে বান্দরবান

থমথমে বান্দরবান
বান্দরবানের পরিস্থিতি থমথমে ● সংগৃহীত

বান্দরবানে প্রতিপক্ষের গুলিতে ৬ জন নিহতের ঘটনায় রাজবিলা ইউনিয়নের বাগমারা এলাকায় এখন থমথমে অবস্থা। পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৮ জুলাই) বন্ধ রয়েছে বাগমারা এলাকার বাজার, দোকানপাট। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনার পর থেকেই যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে এমএন লারমা গ্রুপের বান্দরবান জেলা কমিটির সভাপতি রতন তঞ্চঙ্গ্যার বাড়িতে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন রতন তঞ্চঙ্গ্যাসহ ছয়জন। আহত হন তিনজন। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা সবাই এমএন লারমা গ্রুপের সদস্য।

কেএপি

আরও পড়ুন