• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৫:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০২০, ০৫:৩৫ পিএম

করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহদুরকে সিএমএইচে ভর্তি

করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহদুরকে সিএমএইচে ভর্তি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ● সংগৃহীত

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১ টায় হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এ সময় মন্ত্রীর ছেলে তার সঙ্গে ছিলেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ১২টা ৪০ মিনিটে তেজগাঁও হেলিপ্যাডে নামার পর সেখান থেকে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

দেশে এই প্রথমবারের মতো দায়িত্বে থাকা কোনও মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।

জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা মন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (৬ জুন) মন্ত্রীসহ আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মন্ত্রীর দেহরক্ষী এবং ব্যক্তিগত সচিবকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

গত ঈদে মন্ত্রী নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ঈদ উপহার প্রদান ও ত্রাণ দিতে গিয়ে সাধারণ মানুষের কাছাকাছি চলে আসেন। ঈদের কয়েকদিন পরে শারীরিকভাবে হালকা অসুস্থতা বোধ করেন। করোনা শুরু হওয়ার পর থেকে মন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছিলেন। সেখান থেকেই তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এসএমএম

আরও পড়ুন