• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৯, ০৫:৫০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০১৯, ০৫:৫০ পিএম

ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা
ভিবি চন্দ্রশেখর- ছবি: ইন্টারনেট

মাত্র ৫৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক ভারতীয় ওপেনার ভিবি চন্দ্রশেখর। গতকাল (বৃহস্পতিবার) রাতে তার মরদেহ উদ্ধার হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেছেন চন্দ্রশেখর। 

বিখ্যাত ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের সঙ্গী তামিলনাড়ুর এই ওপেনার অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে নিশ্চিত করেছেন তার পরিবার। তামিলনাড়ু প্রিমিয়ার লীগের দল ভিবি কাঁচি ভিরান্সের মালিক ছিলেন চন্দ্রশেখর। আর দলের কারণে তার অনেক লোকসান হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক ঋণও ছিল তার নামে। যে কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। 

তার পরিবারের সদস্যরা জানিয়েছে, এক মাস আগে ব্যাংক থেকে চন্দ্রশেখরকে নোটিশ পাঠানো হয়েছিল।

চন্দ্রশেখর ভারত জাতীয় দলের হয়ে তেমন কিছু করতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ সফল ছিলেন। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইলো থেকে আসে ৪৯৯৯ রান। রয়েছে দশটি সেঞ্চুরিও।

এসএইচএস 

আরও পড়ুন