• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৯:০৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৯:১০ পিএম

আহত ছাত্রদল নেতা সোহেলের শারীরিক অবস্থার অবনতি

আহত ছাত্রদল নেতা সোহেলের শারীরিক অবস্থার অবনতি
আহতদের একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছবি : সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় আহত ছাত্রদল নেতা খোরশেদ আলম সোহেলের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

সোহেলের বাম কিডনিতে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তার শারীরিক সমস্যার অবনতি ঘটছে বলে ডাক্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ তারিখে ছাত্রলীগের আক্রমণে আহত সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তার বাম কিডনির চারপাশে Fluid Collection হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে Rhabdomyolysis হয়েছে। যার কারণে Serum Creatinine বেড়ে তিনগুণ হয়েছে। কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক তাকে নিয়মিত দেখছেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোহেলেসহ অন্যান্য আহতদের নিয়মিত খোঁজ রাখছেন। তাদের প্রয়োজনীয় সব চিকিৎসা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

সোহেল গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে এজিএস পদপ্রার্থী ছিলেন।

ঢাবিতে হামলার শিকার ছাত্রদলের আরেক নেতা  শাহ নাওয়াজের ডান পায়ে ফ্র‍্যাকচার’ হয়েছে। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছাত্রদলের নেতা কামরুলও মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আরেক ওমরের ডান হাতের কনুই ছিদ্র হয়ে গেছে। 

টিএস/এসএমএম

আরও পড়ুন